• Dhaka
  • Tuesday , 28 October 2025 , b 06:14
Breaking News
Home / তথ্যপ্রযুক্তি

ফেসবুক রিলস থেকে আয় করার সুযোগ

Reporter : Admin
ফেসবুক রিলস থেকে আয় করার সুযোগ Epaper Print View

২০২১ সালে সীমিত সংখ্যক দেশে রিলস ফিচার (ছোট ভিডিও) চালু করেছিল ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। এবার বিশ্বের ১৫০টি দেশে এ সেবা চালুর ঘোষণা দিল ফেসবুক। ফেসবুক রিলস নামে শর্ট ভিডিও অনেকটা টিকটক ভিডিওর মতোই। একটি ফেসলুক রিল মূলত ৩ সেকেন্ড থেকে ৬০ সেকেন্ড পর্যন্ত দীর্ঘ হয়ে থাকে। সংক্ষিপ্ত ভিডিও ফরম্যাট থেকে এবার আয় করার সুযোগও থাকছে।

ফিচারটির মাধ্যমে ফেসবুক ব্যবহারকারীরা ছোট ভিডিও (৬০ সেকেন্ড) তৈরি করতে পারবেন এবং সেই ভিডিও শেয়ার করতে পারবেন। এমনকি ইনস্টাগ্রাম রিলের জন্য তৈরি ভিডিও যে কেউ ফেসবুক রিলসে শেয়ার করতে পারবেন। এর মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েটররা উপার্জনের জন্য আরও বড় মার্কেট পাবেন।


Bangladesh

Read more