Epaper Print View
দীর্ঘদিন প্রেমের সম্পর্কে থাকার পর অবশেষে বিয়ে করেছেন বলিউড অভিনেত্রী সোনালি সায়গল। বাঙালি এই অভিনেত্রীর বরের নাম আশিষ সাজনানি।
বুধবার (৭ জুন) গুরদ্বারায় শিখ রীতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এ সময় দুই পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।