Epaper Print View
ভোলা প্রতিনিধি॥ ভোলা-২ আসনের সংসদ-সদস্য আলী আজম মুকুলকে ভার্চুয়ালে হত্যার হুমকি দাতা পক্ষিয়া ইউনিয়নর চেয়ারম্যান আলাউদ্দিন সরদারকে দ্রুত গ্রেফতারের দাবিতে বোরহানউদ্দিন সচেতন নাগরিক ফোরামের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও অবস্থান ধর্মঘট পালন করা হয়েছে। আজ বিকেলে রোহানউদ্দিন থানার সামনে রাস্তায় যানবাহন চলাচল বন্ধ করে এ অবস্থান কর্মসূচী পালন করে তারা। এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন পৌরসভা মেয়র, রফিকুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জসিম উদ্দিন হায়দা। উল্লেখ্য গত ২ জুন পক্ষিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন সর্দারের ছেলে রোহান সর্দার ও তার কয়েকজন সঙ্গী স্থানীয় নূরমিয়ার হাট এলাকায় লাঠিসোঠা নিয়ে সন্ত্রাসী কর্মকান্ড চালালে স্থানীয়রা তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এ ঘটনার পরে আলাউদ্দিন তার ছেলেকে ছাড়াতে স্থানীয় সংসদ সদস্য আলী আজম মুকুলকে বললে সে সন্ত্রাসীদের পক্ষে সুপারিশ না করায় ক্ষিপ্ত হয় আলাউদ্দিন চেয়ারম্যান। এ ঘটনার পরিপ্রেক্ষিতে সে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ব্যক্তির সাথে ভিডিও কলে সংসদ সদস্য আলী আজম মুকুলকে প্রকাশ্যে হত্যা করার হুমকি প্রদান করে। এ ব্যাপারে বোরহানউদ্দিন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।