Published : Wednesday , 7 June 2023 , b 01:06।। Print-date Monday , 29 December 2025 , b 12:42

নজিরবিহীন লুটপাটের গণবিরোধী বাজেট : বিএনপি


Reporter : Admin
চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নজিরবিহীন লুটপাটের বাজেট। যা অলীক কল্পনার অবাস্তবায়নযোগ্য গণবিরোধী বাজেট বলে দাবি করেছে বিএনপি। গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন দাবি করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বুধবার (৭ জুন) বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বাজেট প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।