Published : Wednesday , 7 June 2023 , b 01:14।। Print-date Monday , 29 December 2025 , b 12:30

মুরগি না মাছ, গরমে কোনটি বেশি স্বাস্থ্যকর


Reporter : Admin
বাঙালিরা যে খাদ্য রসিক হয়ে থাকেন এতে আর নতুন করে বলার কিছুই নেই। মাছ যেমন খেতে ভালোবাসেন তেমনি মুরগিও প্রিয় বাঙালিদের। তবে জানেন কি, মাছ ও মুরগির মধ্যে সুস্বাস্থ্যের বিচারে কোনটা বেশি উপকারী।জেনে নিন শরীর সুস্থ রাখতে কোন খাদ্য বেশি স্বাস্থ্যকর- চিকেন না মাছ