Published : Wednesday , 7 June 2023 , b 01:20।।
Print-date Monday , 29 December 2025 , b 12:27
তীব্র তাপদাহ : প্রাথমিকের পর এবার মাধ্যমিকেও ছুটি ঘোষণা
Reporter : Admin তীব্র গরমের কারণে দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে আগামীকাল বৃহস্পতিবার ছুটি ঘোষণা করা হয়েছে।বুধবার (৭ জুন) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এক চিঠিতে এ তথ্য জানায়।